অনেক ছাত্র বা নতুন ডেভেলপার আছেন—যারা বাজেটের কারণে Hosting নিতে পারেন না। তাদের শেখার পথ সহজ করতে আমরা এনেছি Portfolio এবং Practice Project-এর জন্য সম্পূর্ণ ফ্রি হোস্টিং সুবিধা। সাথে থাকছে প্রিমিয়াম কন্ট্রোল প্যানেল—যাতে শিখতে আর প্র্যাকটিস করতে কোনো বাধাই না থাকে।
$ git push origin portfolio
$ ssh student@freehostbd
$ deploy portfolio.babulab.dev
✓ Build complete
✓ SSL installed
✓ Live at: https://portfolio.joupurhost.dev
সবার প্রথম প্রজেক্ট যেন শুধু Localhost এ আটকে না থাকে – Live Hosting এ deploy করার অভিজ্ঞতা যেন সবারই হয়, টাকার চাপ ছাড়াই।
Bangladesh এর ছাত্রছাত্রী ও নতুন Web Developer যারা Portfolio, Practice Project, Assignment বা ছোট ছোট Start-up Idea নিয়ে কাজ করছেন কিন্তু Hosting এর খরচ ম্যানেজ করতে পারছেন না – তাদেরকে সম্পূর্ণ ফ্রি তে Limited কিন্তু Real Production-like Hosting Environment দেওয়া।
আগামী কয়েক বছরে কমপক্ষে কয়েকশো Student ও Self-Learner যেন এই Free Hosting থেকে শিখে Paid কাজ পায়, Freelancing/Job এ যেতে পারে – আর ভবিষ্যতে তারাও যেন অন্যদের জন্য এমন উদ্যোগ নেয়। একটা ছোট Community গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
১ম প্যাকেজটি ফ্রি, কোন লুকানো চার্জ নেই। শুধু fair use policy আর learning purpose condition আছে।
আমরা JoypurHost—বাংলাদেশের ডেভেলপার, লার্নিং–এ উৎসাহী মানুষদের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। এটি non-profit, শুধুমাত্র শেখার সাপোর্ট হিসেবে পরিচালিত একটি প্রজেক্ট।
এই কারণেই JoypurHost আমাদের Company Server–এর অতিরিক্ত capacity থেকে একটি অংশ সম্পূর্ণ Free ভাবে Students ও Learners–দের জন্য উন্মুক্ত রেখেছে— যাতে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, কোন রকম খরচ ছাড়াই।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের Company Server এর extra capacity
থেকে কিছু অংশ Completely Free ভাবে Students ও Learners দের জন্য ওপেন রাখবো।
JoypurHost বিশ্বাস করে—
“শেখার সুযোগ সবার জন্য।”
আর সেই বিশ্বাস থেকেই আমাদের এই open learning support initiative।
কিছু ছোট ছোট student feedback – তারা আমাদের server এ কী কী host করেছে।
“আমার Portfolio আর ৩টা university assignment এই hosting এ রেখেছি। প্রথমবার বুঝলাম live server এ deploy করা actually কত সহজ।”
“cPanel, free SSL, subdomain – সবকিছু মিলিয়ে একদম real hosting experience পাচ্ছি। freelancing শুরু করার আগে practice এর জন্য perfect।”
“আমাদের ৪ জনের group project এই server এ host করা। logging আর error দেখার সুবিধা থাকায় debug করতে অনেক easy হয়েছে।”
অনেক free hosting আছে – কিন্তু আমরা purely Bangladeshi student দের context ধরেই সবকিছু সাজিয়েছি।
Commercial company হিসেবে না, বরং learner-focus initiative হিসেবে আমরা কাজ করছি। আমাদের primary goal – তোমার শেখা।
cPanel, DNS, SSL, FTP – সবকিছুই real hosting এর মতোই সেট করা। যাতে later তুমি paid hosting এ গেলেও সবকিছু familiar লাগে।
সমস্যা শুধু Forum–এ পোস্ট করো — আমাদের টিম আর কমিউনিটি মিলেই দ্রুত হেল্প করে দেবে।
সব ফিচারই production-like, তবে Resource limit করা – যেন abuse না হয়, সবাই fair ভাবে ব্যবহার করতে পারে।
Let’s Encrypt / AutoSSL দিয়ে তোমার সাইট সবসময় HTTPS এ চলবে।
MySQL / MariaDB নিয়ে কাজের জন্য easy panel।
Code push করে deploy – বাস্তব production flow শেখার জন্য।
শুধু contact form / basic mail এর জন্য limited SMTP (নিয়ম মেনে)।
PHP / server error log দেখে নিজে নিজে problem solve করা শিখবে।
তোমার নাম/brand অনুযায়ী subdomain, চাইলে নিজের domain ও connect করতে পারবে।
সবাই যেন safe থাকে – basic security layer configured।
Basic guide বাংলায় – যাতে একদম beginner ও follow করতে পারে।
Apply করার আগে এগুলো পড়ে নিলেই অনেক confusion clear হয়ে যাবে।
১) নিচের Apply button এ click করে একটি ছোট form fill-up করো। ২) তোমার short bio + কি ধরনের project host করবে লিখো। ৩) আমরা manually check করে email / messenger এ reply করবো।
এখনই Apply করুনNote: সবকিছুই manually review করা হয়, তাই একটু সময় লাগতে পারে।
ভবিষ্যতে চাই real sponsor & company supportও যুক্ত হোক – যাতে আরও বেশি student কে free hosting দেওয়া যায়।